ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন। ঘরের মাঠে শুর থেকেই অগোছালো ফুটবল খেলেছে স্বাগতিকরা সেই সুযোগে ম্যাচের ১৬ তম মিনিটেই সফরকারীদের লিড এনে দেয় ইংলিশ ডিফেন্ডার ডাঙ্ক। ম্যাচের ২৭ তম মিনিটে একক প্রচেষ্টায় গোল করে সাউথহ্যাম্পটনকে সমতায় ফেরান এ্যাডামস।
প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা পায় নি। বিরতি থেকে ফিরেই ৫৬ তম মিনিটে ব্রাইটনের লিড দ্বিগুন করে ট্রোসাড। এর পর দু-দল গোলের দেখা না পাওয়ায় ২-১ গোলের জয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন। ২৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান করছে ব্রাইটন এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে আছে সাউথহ্যাম্পটন।