১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ঘরে ফিরেই রোনালদোর আবেগঘন বার্তা

- Advertisement -

ক্রিশ্চিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবেই এখন ম্যানচেষ্টার ইউনাইটেডের। ঘরের ছেলের আবার ঘরে ফেরার খবরে পুরো ইউনাইটেড শিবিরেই বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। ভক্ত থেকে শুরু করে দলের বর্তমান সাবেক খেলোয়াড়রাও শুভেচ্ছা জানাচ্ছেন পর্তুগিজ তারকাকে। এমন দারুণ এক সময়ে ইনস্টাগ্রামের মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন রোনালদো। সবার শেষে লিখেছেন,’স্যার অ্যালেক্স, এটা আপনার জন্য।‘

ওল্ড ট্রাফোর্ডে আবার ফিরতে মুখিয়ে আছেন রোনালদো

ইউনাইটেডের রোনালদো একে একে খেলেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসে। রিয়ালে খেলার সময়ে রোনালদোকে খেলতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও; নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপনে মেতে উঠতে দেখা যেত না পর্তুগিজ তারকাকে। দল বদলালেও ভক্তদের প্রতি ভালবাসাটা যে সবসময়ই ছিল এটা তো তাই প্রমাণ করে।

“যারা আমাকে চেনে, তাদের প্রত্যেকেই জানে ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ের কতটা কাছাকাছি। এখানে যেই সময়টা আমি পার করেছি তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে চিরকাল। ওল্ড ট্রাফোর্ডে আবার ফিরতে পেরে আমি কতটা উচ্ছ্বসিত সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মত ঘটনা; কারণ আমি সবসময়ই এখানে ফিরে আসতে চেয়েছি। ইউনাইটেডে খেলার সময়ে ভক্তদের থেকে যেই শ্রদ্ধা ও ভালবাসা পেয়েছি তা অবিশ্বাস্যকর; এমনকি যখন প্রতিদ্বন্দি হয়ে এখানে এসেছি তখনও’- ওল্ড ট্রাফোর্ডে আবার ফিরতে পারার আনন্দ প্রকাশ করেছেন রোনালদো

এরপরেই আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘রোনালদো’ হয়ে ওঠাটা যে এখান থেকেই, তা ভুলে যান কি করে!

“আমার প্রথম ডমেস্টিক লিগ, প্রথম ট্রফি জয়, পর্তুগাল জাতীয় দলের হয়ে প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম গোল্ডেন বুট এবং আমার প্রথম ব্যালন ডি’অর সবই রেড ডেভিলদের সাথেই এসেছে আমার জীবনে। অতীতে এখানে ইতিহাস তৈরী হয়েছে এবং এখানে আরও ইতিহাস লেখা হবে, কথা দিলাম”- লিখেছেন রোনালদো

রোনালদোকে ম্যানচেস্টারে প্রথমবারের মত নিয়ে এসেছিলেন ফার্গুসন

সবার শেষে স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম ম্যানশন করতে ভুলেননি পর্তুগিজ সুপারস্টার। রোনালদোকে যে প্রথমবারের মত ইউনাইটেডে নিয়ে এসেছিলেন ফার্গুসনই।

“অবশেষে আমি এখানে, যেখানে আমার থাকার কথা ছিল। চলো, এবার স্বপ্নটাকে সত্যি করা যাক। স্যার অ্যালেক্স, এটা আপনার জন্য”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img