২ ডিসেম্বর ২০২৪, সোমবার

ঘুম থেকে উঠতেই যখন শুনবেন জিতেছে বাংলাদেশ…

- Advertisement -

ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মুশফিকুর রহিমের চার, বাংলাদেশের নতুন ইতিহাস। ড্রেসিং রুমের সকলেই উচ্ছ্বসিত, একে অপরকে জড়িয়ে  ধরে অভিবাদন জানাতে ব্যস্ত। পিচে দাড়িয়ে মুশফিক উঠলেন গর্জে, অধিনায়ক দৌড়ে এসে ধরলেন জড়িয়ে। রস টেলরের সাথে হাসিমুখে মিস্টার ডিপেন্ডেবলের কথোপকথন, ইবাদত হোসেনকে নেইল ওয়াগনারের  উষ্ণ অভিবাদন! কতশত মধুর দৃশ্য তখন মাউন্ট মঙ্গানুইয়ে! কিন্তু হাতেগোণা উপস্থিত দর্শকদের ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান যেনো সবকিছুকেই গেলো ছাপিয়ে।

বাংলাদেশ দল যখন ইতিহাসের স্বাক্ষী, সতেরো কোটির এই দেশের অসংখ্য মানুষ তখন ঘুমিয়ে। চারিদিকে অন্ধকার, তীব্র কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। উষ্ণতার খোঁজে গায়ের ওপর চাদর মুড়িয়ে ঘুমিয়ে সকলেই। কেউ কেউ হয়তো অ্যালার্ম দিয়ে রেখেছেন লাঞ্চ ব্রেক শেষে খেলা দেখবেন ভেবে। কিন্তু, টাইগাররা যে এভাবে হারিয়ে দেবে কিউইদের, সেটা হয়তো ভাবেননি কেউই!

ছয় উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক ইবাদত

ঘুমিয়ে যারা, তাদের ঘুম নিশ্চিতভাবেই ভাঙ্গবে। বালিশের পাশে থাকা ফোনটা হাতে নিতেই কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রাখতেই তারা যখন জানবেন নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ইতিহাসের গল্প, নিশ্চিতভাবেই মুখে ফুঁটবে হাসি। অফিসের উদ্দেশ্যে বের হওয়া মানুষগুলোর হয়তো বহুদিন পর মনে হবে অন্যরকম এক দিন আজ, রাস্তার মোড়ে মোড়ে থাকা কেয়ারটেকার চাচারা হয়তো সুযোগ পেলেই শুনিয়ে দেবে, ‘জিতেছে বাংলাদেশ।’ চায়ের টঙে বহুদিন পর জমবে আড্ডা, খেলার মাঠে ফিরবে হারানো আত্মবিশ্বাস। এবার আর কোনো সমালোচনা নয়, এবার টাইগার বন্দনায় মাতবে পুরো দেশ।

বছরের শেষ লেখায় লিখেছিলাম, ‘কাদা ছোঁড়াছুঁড়ি, আলোচনা-সমালোচনা নতুন কিছু নয় বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু, প্রতিবারই টাইগারদের জয়েই হয়েছে সবকিছুর অবসান। এবারেও প্রয়োজন সাকিব-রিয়াদদের দুর্দান্ত প্রত্যাবর্তন। একটা জয় বদলে দিতে পারে পুরো দৃশ্যপটটাই। একটা জয়ই পারে টাইগারদের স্বরুপে ফেরাতে। ভক্ত-সমর্থকেরাও যে আছে সেই স্বপ্নতেই ডুবে।’

সাকিব-রিয়াদ নেই। কিন্তু মুশফিক-মুমিনুল-লিটন-ইবাদতরা ঠিকই বদলে দিয়েছে দৃশ্যপট। বহু বছর পর পুরো বাংলাদেশে খুশির রেশ, আনন্দের বন্যা। সতেরো কোটি মানুষের মুখের এই হাসিটার জন্য কতোই না ত্যাগ টাইগারদের, কতোই না চেষ্টা। নির্ঘুমে হয়তো কেটেছে বহু রাত, হয়তো দিনের আলোতেও বুনেছে নতুন সব স্বপ্ন।

“স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা..’’

দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই লাইনগুলোই যেন এইমুহুর্তে সতেরো কোটি মানুষের প্রতিচ্ছবি। ছোট্ট এই দেশটা তো স্বপ্ন দিয়েই তৈরী, স্বপ্নেই আছে টিকে। স্মৃতিগুলোও চিরকাল থেকে যায় অমলিন হয়েই। টাইগাররা হারলে যতোই গালি দেই না কেনো, সমালোচনা যতোই হোক না কেনো, সব তো ঐ স্বপ্নটা না পূরণের যন্ত্রণাতেই..

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img