৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

চট্টগ্রামের চার জয়ের দিনে সিলেটের টানা চার হার

- Advertisement -

চলমান বিপিএলে হেরেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। টানা চার ম্যাচে হারলো গত আসরের ফাইনালিস্টরা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়রথ চলছেই। নিজেদের পঞ্চম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেটের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে তারা। চার জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে শুভাগত হোমের দল।

১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন আভিষ্কা ফার্নান্দো ও তানজিদ হাসান তামিম। নিজেদের গত ম্যাচে চলমান বিপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলা আভিষ্কা এদিন বড় রান করতে পারেননি। তবে শুরুটা ভালো এনে দিয়েছিলেন তিনি।

আরের ওপেনার তামিম খেলেছেন দারুণ। নিজের সহজাত খেলাটাই খেলেছেন বাঁহাতি এ ওপেনার। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পছন্দ করা এ ব্যাটার এদিন শুরুতে দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে মারকুটে ব্যাটিং করেছেন তামিম। সিলেটের বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি। ৩৯ বলে চলমান বিপিএলে প্রথম ফিফটির দেখা পান তরুণ এ ব্যাটার।

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ ব্যাটিং করেছেন টম ব্রুস। তামিমের সাথে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়ে চট্টগ্রামকে জয়ের পথে রাখেন তিনি। তামিম ফিফটি করে ফিরলেও চট্টগ্রামকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ব্রুস। শেষ পর্যন্ত ৪২ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে  ১৩৭ রান সংগ্রহ করেছিল সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ২৯ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন রায়ান বার্ল। জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩১ রানের ইনিংস। এছাড়াও ১২ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন আরিফুল ইসলাম।

চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বিলাল খান। একটি উইকেট নেন নিহাদুজ্জামান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img