২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

চট্টগ্রাম টেস্টে ওপেন করবেন মাহমুদুল জয়?

- Advertisement -

প্র্যাকটিস উইকেটের মাঝে গ্রানাইটের কালো স্ল্যাব সেখানে একের পর এক বল পড়ছে, গতি ও বাউন্স বেড়ে গিয়ে সেগুলো ধেয়ে আসছে মাহমুদুল হাসান জয়ের দিকে। জয় একদমই না ঘাবড়ে সেগুলোতে দারুণ স্টাইলের সাথে কাট করছেন, পুল করছেন, ডিফেন্স করছেন মাঝেমধ্যে ছেড়ে দিচ্ছেন। প্রতিটি শটের পর পায়ের কাজ, মাথার পজিশন ও ব্যালেন্সের কোথায় কোথায় উন্নতি করতে হবে ও কি কি মাথায় রাখতে হবে তা বলে দিচ্ছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

এমন দৃশ্যই দেখা গিয়েছে বৃহস্পতিবার (আজ)। এর আগেরদিন প্র্যাকটিসেও সাদমান ইসলামের সাথে নেটে জুটি হিসেবে জয়কে পাঠানো হয়। সব মিলিয়ে আভাস মিলছিলো যে, সাইফ হাসানের বদলে হয়তো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাদমানের সাথে ওপেন করতে নামবেন জয়ই। আজ সংবাদ সম্মেলনে মুমিনুল হকের কথায় নিশ্চিত হয়তো হওয়া গেলো না, তবে আভাসটা আরেকটি জোরালো হলো বৈকি।

“জয়কে আমরা ব্যাকআপ ওপেনারের ভাবনাতেই নিয়েছি। সে যদি খেলে তো সেই পজিশনেই খেলবে”- বলেছেন মুমিনুল

এমনিতে জয়কে সবচেয়ে বেশি খেলতে দেখা যায় ‘ওয়ান ডাউন’ পজিশনে। এই পজিশনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরি, এই পজিশনেই সদ্যসমাপ্ত জাতীয় লিগে ৪১ গড়ে ৩৭৬ রান ও দুটি সেঞ্চুরি।

তামিম ইকবালের চোটে দলে সাদমান ছাড়া নিয়মিত ওপেনার যিনি হওয়ার কথা সেই সাইফ হাসান ৫টি টেস্ট খেলে এখনো দিতে পারেননি আস্থার প্রতিদান। ৫ টেস্টে সাইফের গড় ১৪, সর্বোচ্চ মাত্র ৪১! টি-টোয়েন্টি সিরিজেও করেছেন ০ ও ১। টেকনিক, ফুটওয়ার্ক- সাইফের সবকিছুর পাশেই বসে গেছে বড় বড় প্রশ্নবোধক চিহ্ন। সব মিলিয়ে তাই হয়তো সাইফের অবস্থান টিম ম্যানেজমেন্টের কাছে একটু নড়বড়েই হয়ে গেছে ও জয়ের মাথায় উঠতে যাচ্ছে টেস্ট ক্যাপ।

অবশ্য এটিও মনে রাখতে হবে দলটির নাম ‘বাংলাদেশ’, যেখানে অনেকসময় ম্যাচের দিন সকালে উইকেট দেখেও একাদশ ঠিক করা হয়! কাজেই নিশ্চিত হয়ে কিছুই আসলে বলা যায়না।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img