৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

চট্টগ্রাম টেস্ট: বড় সংগ্রহের পথে বাংলাদেশ

- Advertisement -

শুক্রবার চট্টগ্রাম টেস্টের দিনের শেষ সেশনে দাপট দেখিয়েছিল ক্যারিবিয়ান বোলাররা। নাজমুল শান্ত এবং তামিম ইকবাল ফিরেছিলেন শূন্য হাতে, দুই অংকের রান স্পর্শের আগেই আউট হয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশ দিনশেষ করেছিল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে।

সাগরিকায় চতুর্থ দিনের শুরুতে ফিরে গেছেন মুশফিক, কর্নওয়ালের বলটা ঠিকঠাক বুঝতে পারেননি। আম্পায়ার আউট দিয়েছেন, মুশফিক রিভিউ নিয়েছেন, লাভ হয়নি। তিনি ফিরে গেছেন ১৮ করে।

প্রথম সেশনে বাকিটা সময়ে আর তেমন বিপদ হয়নি। মুমিনুক হক আর লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথেই আছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৯, লিড ৩২০ রানের।

চট্টগ্রামের দর্শকশূন্য মাঠে ম্যাচের বাকিটা সময় হয়তো দর্শক হয়ে থাকতে হবে সাকিবকে।

বলে বেশ ভালো টার্ন পাচ্ছেন উইন্ডিজের কর্নওয়াল এবং ওয়েরেকান। ক্যারিবিয়ানদের জন্য যতটা স্বস্তির এমন খবর, ঠিক ততটাই বাংলাদেশের জন্য, হয়তো তারচেয়েও বেশী।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img