ম্যারাডোনাকে হারিয়ে এমনিতেই ফুটবল বিশ্ব কাঁদছে। আর আর্জেন্টাইনরাতো শোকে পাথর। সেই শোক সামলে উঠতে না উঠতেই আরো একটি ধাক্কা আর্জেন্টাইনদের জন্য। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে উঠানো কোচ আলেহান্দ্রো সাবেয়া পরপারে ম্যারাডোনার সতীর্থ হয়ে চলে গেলেন। শেষ কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
নভেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিডনি, শ্বাসনালি ও হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় আর পেরে উঠেননি। বিদায় জানিয়েছেন পৃথিবীকে।
তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের, অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে ১-০ গোলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।