২৭ জুলাই ২০২৪, শনিবার

চলে গেলেন বক্সিং লিজেন্ড মারভিন হাগলার

- Advertisement -

বয়সটা খুব বেশি নয়, বক্সিং মঞ্চে ছিলেন প্রতাপশালী। কিন্তু ৬৬ বছর বয়সেই হার মানলেন জীবন যুদ্ধের সাথে। না ফেরার দেশে চলে গেলেন লিজেন্ড বক্সার মারভিন হাগলার। ডাকনাম ছিল তার মারভেলাস। পরবর্তীতে নামের শুরুতে যুক্ত করেন মারভেলাস শব্দটি। লোকে তাকে মারভেলাস মারভিন হাগলার নামেই ডাকতো। হাগলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী। যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে নিজ বাসাতেই মারা যান।

আশির দশকের সেরা বক্সার বলা হয় তাকে। তার সুখ্যাতি ছিল মিডেলওয়েটে। এই বিভাগে ১৯৮০ থেকে সাত বছর চ্যাম্পিয়ন ছিলেন।  ১২টি টাইটেলও ছিল এই লিজেন্ড বক্সারের ক্যারিয়ারে। আন্তর্জাতিক বক্সিং হল অফ ফেইমেও তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

লিজেন্ড বক্সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। সাবেক বক্সার ফ্রাঙ্ক ওয়ারেন বলেছেন- “বক্সিং দুনিয়া সবসময়ের সেরা বক্সারকে হারালো”

বৃটিশ হেভিওয়েট ডেরেক চিসোরা জানান- “মারভিন হাগলার ছিলেন বিশ্বের সেরাদের সেরা”

গ্রেট বক্সারের মৃত্যুর সংবাদ শুনে তার সতীর্থরা টুইট করে শোক জানিয়েছেন..

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img