১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

চলো, ব্যর্থতাগুলোকে পেছনে ফেলে…

- Advertisement -

একটাই দল, কোটি মানুষের আবেগ তাতে মিশে। টাইগাররা জিতবে এমনটাই প্রত্যাশা সতেরো কোটি হৃদয়ের। কিন্তু, জীবনের সকল আশা কখনো কি পূরণ হয়? হয় না বলেই হয়তো টাইগার শিবিরে নেই কাঙ্ক্ষিত সেই জয়। তবুও আশায় বুক বাঁধা মানুষের অভাব নেই দেশটায়, সুখ বলতে যে ঐ ক্রিকেটটাই।

বছরের প্রথম দিন, রাত পেরোলেই ওভালে মাঠে নামবে টাইগাররা। বছর, দিন, সময়, ম্যাচ সবই নতুন! ঘুরে দাঁড়ানোর এটাই সেরা সময়, সকল সমালোচনাকে পেছনে ফেলে এটাই নিজেদের এগিয়ে নেয়ার সুযোগ। টাইগাররা নিশ্চয়ই প্রস্তুতিতে রাখেনি ঘাটতি, মনেপ্রাণে চাইবে হারানো সুখস্মৃতি ফিরিয়ে আনতে।

খুব বেশিদিন আগের কথা নয়, এইতো ক’মাস আগেও ঘরের মাঠেই অস্ট্রেলিয়া-কিউইবধ; বাংলাদেশ নামক রুপকথায় নতুন সংযোজন! পুরো দল যখন দারুণ কিছুর স্বপ্নে বিভোর, বিশ্বকাপ নামক দুঃস্বপ্নে তখন ঘুম ভাঙ্গে টাইগারদের। এরপর আর শান্তিতে ঘুমানো হয়নি, বেরিয়ে আসা হয়নি হারের বৃত্ত থেকে। তার ওপর বিভিন্ন সময়ে খেলোয়াড়দের নানা রকমের মন্তব্যে সমালোচনার ঝড়টাই বরং বেড়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে ক্রিকেট।

বাংলাদেশ দল আগেও হেরেছে অসংখ্যবার, কিন্তু এবারের মতো মাঠ এবং মাঠের বাইরে খারাপ সময় হয়তো খুব কমই এসেছে এদেশের ক্রিকেটে। দলের ভেতরের বিভেদ বাইরে যেভাবে পেয়েছে ডানা মেলার সুযোগ, তাতে করে কখনো আশা না হারানো মানুষটাও বোধহয় বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন সাজানোর সাহস দেখাবে না। অথচ ২০১২ এশিয়া কাপের ফাইনালে হার, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মুশফিক-মাহমুদউল্লাহর শেষ ওভারের ব্যর্থতা, নিদহাস ট্রফির ফাইনালে সৌম্যের বলে দীনেশ কার্তিকের শেষ বলের ছক্কার মতো মুহুর্তগুলোতেও এতটা নিরাশ হননি ভক্তরা।

বাংলাদেশ ক্রিকেটের কঠিন সেই মুহুর্তগুলো

সাকিব-তামিমদের নিয়ে কত কত মানুষের স্বপ্ন, আগ্রহ, অভিমান! হঠাৎ করে যদি একদিন সব বদলে যেতো? যদি দেখা যেতো তারা রাস্তায় বের হলেও কেউ তাকাচ্ছে না, তাদের নিয়ে নেই কারোর আগ্রহ তাহলে কেমন লাগত? হয়তো হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বদলে যাওয়ায় ভক্ত-সমর্থকদের যেমন লাগছে ঠিক তেমনই। পরিবর্তন জগতের নিয়ম, তাই বলে এভাবে বদলে যাবে ক্রিকেট, এভাবে হবে শেষের শুরু?

কাদা ছোঁড়াছুঁড়ি, আলোচনা-সমালোচনা নতুন কিছু নয় বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু, প্রতিবারই টাইগারদের জয়েই হয়েছে সবকিছুর অবসান। এবারেও প্রয়োজন সাকিব-রিয়াদদের দুর্দান্ত প্রত্যাবর্তন। একটা জয় বদলে দিতে পারে পুরো দৃশ্যপটটাই। একটা জয়ই পারে টাইগারদের স্বরুপে ফেরাতে। ভক্ত-সমর্থকেরাও যে আছে সেই স্বপ্নতেই ডুবে।

“স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা..’’

দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই লাইনগুলোই যেন এইমুহুর্তে সতেরো কোটি মানুষের প্রতিচ্ছবি। ছোট্ট এই দেশটা তো স্বপ্ন দিয়েই তৈরী, স্বপ্নেই আছে টিকে। স্মৃতিগুলোও চিরকাল থেকে যায় অমলিন হয়েই। টাইগাররা হারলে যতোই গালি দেই না কেনো, সমালোচনা যতোই হোক না কেনো, সব তো ঐ স্বপ্নটা না পূরণের যন্ত্রণাতেই…

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img