৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

চার বছরের চুক্তিতে বায়ার্নে সাবিতজার

- Advertisement -

মার্সেল সাবিতজারের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অর্থাৎ অন্তত ২০২৫ পর্যন্ত থাকছেন জার্মান চ্যাম্পিয়নদের ডেরায়। বুন্দেসলিগার আরেক ক্লাব আরবি লাইপজিগ থেকে ১৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান মিডফিল্ডারকে দলে টেনেছে বায়ার্ন। সাবিতজারকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ ক্লাব কর্তৃপক্ষ।

জার্মান লিগের নিয়মিত পারফর্মার অস্ট্রিয়ান তারকা। সাত বছর লাইপজিগে কাঁটিয়েছেন তিনি। মাঝে একবছর ধারে গিয়েছিলেন অস্ট্রিয়ার একই মালিকের ক্লাব আরবি স্যালজবার্গে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লাইপজিগের হয়ে ২২৯ ম্যাচে করেছেন ৫২ গোল। এছাড়া মাঝমাঠে তার সৃষ্টিশীল ফুটবল ছিল চোখে পড়ার মতো।

অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে সবসময়ই দুর্দান্ত সাবিতজার। গত মৌসুমে বুন্দেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে তার দুরন্ত পারফর্ম্যান্সের কারনে ইংলিশ লিগের ক্লাব টটেনহ্যামের নজরে ছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিলেন সাবিতজার। বায়ার্নে যোগ দিতে পেরে খুবই খুশি তিনি।

“বায়ার্নে খেলার সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি”-বায়ার্নে যোগ দেওয়া প্রসঙ্গে সাবিতজার

লাইপজিগের সঙ্গে সাবিতজারের চুক্তির মেয়াদ ছিল আর এক মৌসুম, চুক্তি শেষ হওয়া পর্যন্ত আর অপেক্ষা করেননি তিনি। বায়ার্নে যোগ দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। লাইপজিগের সাবেক কোচ জুলিয়ান নাগলসম্যান এখন বায়ার্নের দায়িত্ব, পুরোনো কোচের অধীনে খেলার জন্য মুখিয়ে ছিলেন সাবিতজার। জানিয়েছেন বায়ার্নে যোগ দিতে পেরে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি।

“যখন আমি ছোট ছিলাম বায়ার্নের জার্সি পড়া আমার কাছে আনন্দ এবং গর্বের ছিল। প্রতি ক্রিসমাসে আমি নতুন নতুন বায়ার্নের জার্সি কিনতাম। আমি ক্লাবকে আমার সেরাটা দিব। আমি অনেক ম্যাচ জিততে চাই, সম্ভাব্য সব শিরোপা জিততে চাই।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img