দুই দলের দেখা হওয়ার মঞ্চটা যেন কেবলমাত্র ওয়ানডে বিশ্বকাপ! প্রথমবার ২০১৫, এরপর ২০১৯ বিশ্বকাপ; ২০২৩ সালে ওয়ানডেতে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান। চার বছর পর একে অপরের বিরুদ্ধে লড়াই নামার দিনে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোঁচট খাওয়া জস বাটলারের দল নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে, বাংলাদেশকে হারিয়েছে দাপটের সাথে। অপরদিকে, প্রথম দুই ম্যাচেই হেরে তৃতীয় ম্যাচে জয়ের আশায় আছে আফগানিস্তান।
এখন পর্যন্ত দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে ইংল্যান্ড, সমান সংখ্যক ম্যাচ খেলে আফগানিস্তানের অবস্থান সবার নিচে দশ নম্বরে।