NCC Bank
- Advertisement -NCC Bank
১৯ আগস্ট ২০২২, শুক্রবার

চির বিদায় নিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি

- Advertisement -

অনন্তকালে ম্যারাডোনার সতীর্থ হলেন আরো একজন কিংবদন্তি। মৃত্যু যাত্রায় এবার যুক্ত হয়েছেন ইতালির হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইতালীয় সংবাদ মাধ্যম। দু’মাস আগেই ৬৪ বছরে পা রাখেন এই কিংবদন্তি।

মৃত্যুর মিছিল যেন থামছেইনা ! না ফেরার দেশে ম্যারাডোনা, সাবেয়ার পর পাওলো রসি চলে যাওয়ায় শোকে স্তব্ধ ফুটবল বিশ্ব।  জুভেন্টাস ও এসি মিলানে খেলা রসি সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন। ১৯৮২ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির। তবে ‘পাবলিতো’ খ্যাত এই কিংবদন্তি স্মরণীয় হয়ে আছেন ওই আসরে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। বিশ্বকাপের ইতিহাসের তার ওই হ্যাটট্রিককে এখনো অন্যতম পারফরম্যান্স ধরা হয়।

শুধু তাই নয়,  ইতালিকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সে বছর সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন রসি। জিতেছিলেন ব্যালন ডি’ অরটাও। ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। জার্সি-বুট তুলে রাখার পর কাজ করেছেন ফুটবল পন্ডিত হিসেবে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img