২৩ অক্টোবর ২০২৪, বুধবার

চেন্নাইয়ের সাথে যোগ দিতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

- Advertisement -

চেন্নাই সুপার কিংসের সাথে যোগ দিতে রবিবার সন্ধায় দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে টাইগার পেসারের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিংয়ের জন্য আইপিএলের মাঝপথেই ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজ। তার অনুপস্থিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে মহেন্দ্র সিং ধোনী-শিভম দুবেরা। ম্যাচ হারের পর মুস্তাফিজকে মিস করার কথা অকপটে স্বীকার করেছিলেন দলটির হেড কোচ স্টিভেন ফ্লেমিং।

এবারের আইপিএলে শুরুটা ভাল হয়েছে মুস্তাফিজের। হলুদ জার্সিধারীদের হয়ে প্রথম ম্যাচেই র‌য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিয়েছিলেন ২৩ রানে ৪ উইকেট। জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। পরের ম্যাচেও দেখা গেছে মুস্তাফিজ ঝলক। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩০ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট।

পরের ম্যাচে অবশ্য খুব একটা ভাল করতে পারেননি টাইগার পেসার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছিলেন ৪৭ রান। ছিলেন দলের সবচেয়ে বেশি খরুচে বোলার। যদিও সেই ম্যাচ ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন মুস্তাফিজ।

চলমান আইপিএলে ৩ ম্যাচ ৭ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ২ নম্বরে আছেন মুস্তাফিজ। টাইগার এ পেসারের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৮ উইকেট নিয়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img