ধর্মশালার পালা শেষ, মিশন এবার নিউজিল্যান্ড। মিশ্র স্মৃতি নিয়ে ধর্মশালা ছেড়ে চেন্নাইয়ে পৌঁছেছে টাইগাররা। বুধবার বাংলাদেশ সময় আনুমানিক তিনটার দিকে চেন্নাইয়ে পা রেখেছে সাকিব আল হাসানের দল। লক্ষ্য পরিষ্কার, নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের ট্র্যাকে ফেরা।
ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে টাইগাররা। ৫০ ওভারের ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল।
তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এক হারেই মানসিকভাবে ভেঙ্গে পড়ার কোনো উপায় নেই। থ্রি লায়ন্সদের কাছে হারের দুঃস্মৃতি ভুলে সামনের ম্যাচের দিকে তাকাতে হবে বাংলাদেশ দলকে। আর সাকিব-মিরাজরাও কিউইদের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছেন।
আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে। যার প্রমাণ পাওয়া গেছে, অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। আর তাতেই কিউইদের হারানোর আত্মবিশ্বাস পেতে পারে সাকিব-মিরাজরা।