২৭ জুলাই ২০২৪, শনিবার

চেন্নাইয়ের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হয়ে যাবে মুস্তাফিজদের

- Advertisement -

বাকি রয়েছে তিনটি ম্যাচ; একটি হারলেই নিশ্চিত হয়ে যাবে বিদায়। মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস হঠাৎ করেই দুশ্চিন্তায়; দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রতিপক্ষের নামগুলোও। শনিবার চেন্নাইয়ের সাথে ম্যাচের পর বাকি দুই ম্যাচে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। চেন্নাইয়ের প্লে অফ নিশ্চিত হয়ে গেলেও, দৌড়ে আছে মুম্বাই-কলকাতাও। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে শেষটা যার সুন্দর হবে, তারাই খেলবে প্লে অফ। পয়েন্টস টেবিল অন্তত এমন বার্তাই দিচ্ছে।

পুরো টুর্নামেন্টেই মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত

১১ ম্যাচে রাজস্থানের সংগ্রহ ৪ জয়ে ৮ পয়েন্টস। অবশিষ্ট তিনটি ম্যাচে যদি জিতেও যায়, তাহলে পয়েন্টস গিয়ে দাড়াবে ১৪ তে। বাকি ম্যাচগুলোতে রাজস্থানের জেতার মানে হারতে হবে প্লে অফের দৌড়ে থাকা মুম্বাই, কলকাতাকেও। মুম্বাই যদি ফিজদের বিপরীতে হেরে বাকি ম্যাচগুলো জিতেও, তাহলে তাদের পয়েন্টস গিয়ে দাড়াবে ১৪ তে, কলকাতার ১২। ওদিকে ১৪ পয়েন্টস নিয়ে আগে থেকেই মোটামোটি সুবিধাজনক অবস্থানে ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু। সমান সংখ্যক পয়েন্টস অর্জনের সম্ভাবনা আছে লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসের সামনেও। আর, পয়েন্টস সমান হলে নেট রান রেটের হিসেবে গেলে বাদ পড়তে পারে যে কেউই।

এই হাসিটা কি শেষ অব্দি থাকবে?

যদি-কিন্তুর হিসেবে না গিয়ে ভাবলে স্পষ্ট করে বলা যায়, চেন্নাইয়ের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়েলসের। জিতলে টিকে থাকবে আশা, তাতেও অপেক্ষা করতে হবে একটা ‘মিরাকলের।‘ মিরাকলই তো, নাহলে পয়েন্টস তালিকার সাত নম্বরে থাকা দলটি শেষ মুহুর্তেই এক লাফে প্লে অফ নিশ্চিত করতে পারে নাকি!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img