১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

চেলসির জয়রথ থামালো এভারটন!

- Advertisement -

১৭ ম্যাচ অপরাজিত থাকা চেলসি আতিথ্য নেয় গুডিসন পার্ক স্টেডিয়ামে। লম্বা সময়ের পর স্টেডিয়ামে ম্যাচ দেখার সুযোগ পায় দু’হাজার দর্শক। আর জয় দিয়ে দর্শক ফেরাকে স্মরণীয় করেছে এভারটন। ১-০ গোলে ব্লুজদের হারিয়েছে তারা।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণে স্বাগতিকরা। ২২ মিনিটেই লিড তাদের। ডমিনিক কালভার্ট-লুইনকে চেলসি গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় এভারটন। স্পট-কিক থেকে টফিজদের এগিয়ে দেন গিলফি সিগার্ডসন।

ম্যাচের দুই অর্ধেই সমতায় ফেরার সুযোগ ছিলো চেলসির। কিন্তু বার বার হতাশা নিয়েই ফিরতে হয়েছে প্রতিপক্ষের সীমানা থেকে। শেষ দশ মিনেটে দুইবার সুযোগ নষ্ট করে চেলসি। ৮১ মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক পোস্টে লাগে, তিন মিনিটের ব্যবধানে ফের সমতার সুযোগ নষ্ট করেন অলিভিয়ে জিরু। ফলে সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচ পর হারের স্বাদ পেলো চেলসি।

এই জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় সাতে ওঠে এসেছে এভারটন। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img