হ্যারি কেইনকে দলে ভেড়াতে আগ্রহী চেলসি। গ্রীষ্মের দলবদলে টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকারকে নিজেদের ডেরায় আনতে চায় চেলসি। কেইনের এজেন্টের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে চেলসি ।
মৌসুম শেষে টটেনহ্যাম ছাড়তে চান হ্যারি কেইন। ইংলিশ প্রিমিয়ার লিগের সদ্য শেষ হওয়া মৌসুমে কেইন ছিলেন ফর্মের তুঙ্গে। তাই ইংলিশ স্ট্রাইকারকে যে কেউ দলে নিতে চাইবে। ম্যানচেষ্টারের দুই ক্লাব, ম্যানচেষ্টার ইউনাইটেড এবং ম্যানচেষ্টার সিটি আগে থেকেই কেইনকে দলে ভেড়ানোর দৌড়ে আছে। সেই তালিকায় এখন নতুন সংযোজন থমাস তুখেলের দল।
শেষ পাঁচ বছরে প্রচন্ড ধারাবাহিক ছিলেন কেইন। সর্বশেষ মৌসুমেও ২৩ গোলের পাশাপাশি করেছেন ১৪ অ্যাসিস্ট। উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে এখনো কেইনের তিন বছরের চুক্তি রয়েছে কেইনের, তবুও সম্প্রতি খবর এসেছে কেইনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেষ্টার সিটিও। এমনকি সিটিজেনরা ২৭ বছর বয়সী কেইনের জন্য হাঁকিয়েছে ১০০ মিলিয়ন ডলার ।
Chelsea ‘have registered Harry Kane transfer interest’ as Tottenham face difficult fight #CFC #THFC https://t.co/IkbUKV4oBk
— Express Sport (@DExpress_Sport) June 23, 2021
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসির ভোগান্তির জায়গা একজন প্রথাগত স্ট্রাইকারে। টিমো ভার্নারের অধারাবাহিকতা তুখেলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। পরবর্তী মৌসুমে ভার্নারকে দেখা যেতে পারে একজন উইঙ্গার হিসেবে। সেজন্যই হ্যারি কেইন হতে পারেন দারুন পছন্দ।