প্রথমার্ধ শেষে দু’দলের কেউই প্রতিপক্ষের জালে জড়াতে পারেনি বল, দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ এগোলেও কাঙ্ক্ষিত গোলটাই শুধু হচ্ছিলো না। অবশেষে ম্যাচের ৭০তম মিনিটে চেলসির জালে বল, গোলদাতা কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডারের একমাত্র গোলেই ঘরের মাঠে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি।
Manchester City 1-0 Chelsea
City open up a 13-point gap at the top of the Premier League 😵 pic.twitter.com/k5ssFWg3vB
— GOAL (@goal) January 15, 2022
ম্যাচের ৭০তম মিনিটের খেলা চলছে, ডি ব্রুইনাকে লক্ষ্য করে জোয়াও ক্যানসেলোর লম্বা পাস। বেলজিয়ান মিডফিল্ডার বলটা পেয়েই মারলেন টান, বাঁ প্রান্ত থেকে এক দৌড়ে বক্সের মাঝামাঝিতে গিয়েই ডান পায়ের জোড়ালো শটে পরাস্ত চেলসি গোলরক্ষক। কি দুর্দান্ত গোল, কি অবিশ্বাস্য!
পুরো ম্যাচে আর কোনো গোল হয়নি। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল কিংবা প্রিমিয়ার লিগের ম্যাচ, নিজেদের শেষ দেখায় দুই জায়গাতেই জিতেছিল চেলসি। ঘরের মাঠে প্রতিশোধটা মধুরভাবেই নিল সিটি, সেইসাথে ধরে রাখল র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও।