রবিবার রংপুর রাইডার্সের অনুশীলনে হঠাৎ চশমা পড়ে হাজির সাকিব আল হাসান। তখনই জানা গিয়েছিল, বিশ্বকাপের পর থেকেই সাকিবের যে চোখের সমস্যার কথা শোনা গিয়েছিল। সে কারণেই চশমা পড়ে অনুশীলনে এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিসিবির মেডিকেল বিভাগের সূত্র নিশ্চিত করেছে, আজ (রবিবার) চোখের ডাক্তার দেখাতে লন্ডন যাবেন সাকিব। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার।
জানা গেছে বিশ্বকাপ থেকে শুরু হওয়া চোখের সমস্যায় এখনো ভুগছেন সাকিব, বরং সেই সমস্যা আগের চেয়ে আরো বেড়েছে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল সাকিবের। এর জন্য ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।
বিশ্বকাপের সময়ই দু্ইবার ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপ শেষেও নিয়েছেন ডাক্তারের পরামর্শ। কিন্তু চোখের সমস্যা পুরোপুরি সারেনি। বিপিএলের আগে আবার নতুন করে শুরু হয়েছে সে সমস্যা। ঢাকায় চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডনে যাচ্ছেন সাকিব।