শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরছেন ক্রেইগ আরভিন। শুধু ফিরছেন না, জিম্বাবুয়ের অধিনায়কত্বও করবেন তিনি। ইনজুরির কারণে দলে নেই শন উইলিয়ামসন। গত ৯ ডিসেম্বর হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়েন জিম্বাবুয়ের তারকা এ অলরাউন্ডার।
২০২৩ সাল ভালো কাটেনি সিকান্দার রাজা-রায়ান বার্লদের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলেও মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। কয়েকদিন আগেই জিম্বাবুয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাড়িয়েছেন ডেভ হটন।
শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন ওয়াল্টার চাওয়াগুতা। আগামী ৬, ৮ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ফরম্যাটে নেতৃত্ব দেবেন রাজা।
জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুই, তাকুজায়ানসে কাইতানো, তিনাসে কামুনহুকাময়ে, ক্লাইভ মাদানদে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিয়া মুফুদজা, টনি মুনিওনগা, ব্লেসিং মুজরাবানি, রিচার্ড নাগারাভা, সিকান্দার রাজা ও মিল্টন শুমবা।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড:
সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুই, তিনাসে কামুনহুকাময়ে, ক্লাইভ মাদানদে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, টনি মুনিওনগা, ব্লেসিং মুজরাবানি, আইনসলি নাডলুভু, রিচার্ড নাগারাভা ও মিলটন শুম্বা।