৭ জুন ২০২৩, বুধবার

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার লড়াইয়ে চেলসির মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড

- Advertisement -

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে পয়েন্ট টেবিলের চারের মধ্যে থেকে লিগ শেষ করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই দৌড়ে এখন পর্যন্ত খুব ভালোভাবে টিকে আছে এরিক টেন হাগের দল। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। ম্যাচটি ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে বৃহস্পতিবার রাত ১ টায়।

এই মৌসুম ইপিএলে ৩৬ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে আছে ইউনাইটেড। তবে তাদের ঘাঁড়ে নিঃস্বাস ফেলছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ম্যানইউর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে অল রেডরা। তবে ম্যানইউর জন্য স্বস্তির খবর এই যে নিজেদের বাকি দুই ম্যাচের একটিতেও হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে ওল্ড ট্রাফোর্ডের দলটির। নিজেদের বাকি একটি ম্যাচ জিতেও তখন আর ম্যানইউকে ছাড়িয়ে যেতে পারবেনা ক্লপের দল।

ইপিএলে মুখোমুখি হবে দু্ই দল

এরিক টেন হাগের অধীনে দারুণ ছন্দে আছে ম্যানইউ। দলের দায়িত্ব নিয়ে শিরোপাও এনে দিয়েছেন দলকে। অলৌকিক কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলা একপ্রকার নিশ্চিত ইউনাইটেডের।

অন্যদিকে এই মৌসুমে ভালো করতে পারছে না চেলসি। দলবদলের সময় অনেক টাকা খরচ করেও কোনো সাফল্য পাচ্ছে না দলটি। এই মুহুর্তে ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে অংশগ্রহণও করতে পারবে না লন্ডনের দলটি। লিগের বাকি দুইটি ম্যাচে জিতে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে চেলসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img