১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

চ্যাম্পিয়ন হতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ১৩৯

- Advertisement -

ইংল্যান্ডের  সাদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জিততে নিউজিল্যান্ডের লক্ষ্য ১৩৯ রান। দেড়শর কম রান তাড়ায় কিউদের হাতে আছে ৫৩ ওভার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছিল রিজার্ভ ডে। নির্ধারিত ৫ দিনে খেলা হওয়ার কথা ছিল ৪৫০ ওভার। তবে বৃষ্টি বাধায় আগের পাঁচদিনে বল মাঠে গড়িয়েছিল মোটে দুইশ ওভারের কিছু বেশি। বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখে আইসিসি থেকে আগেই ঘোষনা এসেছিল রিজার্ভ ডের।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারত। ৯২.১ ওভারে ভারত অলআউট হয় ২১৭ রানে। সর্বোচ্চ ৪৯ রান করেন আজিঙ্কা রাহানে। ৪৪ রান আসে অধিনায়ক ভিরাট কোহলির ব্যাট থেকে। কিউইদের হয়ে মাত্র ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন কাইল জেমিসন।

জবাবে ভালো শুরু পরও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে করেছেন সর্বোচ্চ ৫৪ রান। ১৩৫ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৭৭ বলে উইলিয়ামসন করেছিলেন ৪৯। মোহাম্মদ শামির চার উইকেটে নিউজিল্যান্ড গুটিয়েছে ২৪৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং লাইন আপের পরীক্ষা নিয়েছেন টিম সাউদি-ট্রেন্ট বোল্ট জ়ুটি। সাউদি ৪ এবং বোল্ট নিয়েছেন ৩ উইকেট। ভারত শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১৭০ রানে। কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৯।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img