১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

চ্যালেঞ্জ উপভোগ করছে বাংলাদেশ দল

- Advertisement -

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতার সুযোগ। তাও আবার সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়া। কিউইদের বিপক্ষে সিরিজ জেতা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য। তবে চ্যালেঞ্জটা উপভোগ করতে চায় বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।

বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস

তিনি বলেন, “বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি”

নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হারানোর পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটে-বলে দারুণ করেছে টাইগাররা। ভবিষ্যতে এই ক্রিকেটাররা দারুণ কিছু করবে বলে মনে করেন পোথাস।

আগামীতে শান্ত-মাহেদীরা দারুণ কিছু করবে বিশ্বাস পোথাসের

তিনি বলেন, “আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন”

সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে সৌম্য সরকার-শরীফুল ইসলামরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img