২৭ জুলাই ২০২৪, শনিবার

ছিঁটকে গেলেন জাদেজা

- Advertisement -

ইনজুরি ঘিরে ধরেছে ভারতীয় দলকে, একের পর এক চোট। গেল আইপিএল থেকে শুরু, যে ধারা অব্যাহত রয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও। সিরিজের মাঝপথে এসে ছিটকে গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্রিজবেনে গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পাচ্ছে না ভারত।

মিচেল স্টার্কের বলে সিডনি টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় পেসার চোট পান জাদেজা। তবুও চালিয়ে গেছেন ব্যাটিং, তবে এমন চোট নিয়ে তো আর সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

বিসিসিআই সোমবার রাতে নিশ্চিত করেছে জাদেজার ছিটকে যাওয়ার খবর। সিডনিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।

জাদেজার আগে চলতি সিরিজে চলাকালীন ইনজুরিতে ছিটকে গেছেন পেইসার মোহাম্মদ শামী, উমেশ জাদব, লোকেশ রাহুল। পরবর্তী টেস্ট ব্রিজবেন, ভারতীয় দলের চোটের তালিকা আর কতো লম্বা হবে কে জানে!

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img