১৩ অক্টোবর ২০২৪, রবিবার

ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন ডোমিঙ্গো

- Advertisement -

বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হওয়ার আগেই গেল ২৪ অক্টোবর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ডোমিঙ্গোও ছুটি কাটিয়ে ফিরেছেন।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, দ্রুতই আসছেন ডোমিঙ্গো। এই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই ঢাকায় পা রাখলেন এই প্রোটিয়া।

ডোমিঙ্গো ফিরলেও কোচিং প্যানেলের অন্য সদস্যদের ফেরার এখনই কোনো সম্ভাবনা নেই। পরিকল্পনা অনুযায়ী কাজে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করতে হবে তার। ফলাফল নেগেটিভ এলেই জৈব সুরক্ষা বলয়ে থেকে শিষ্যদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারবেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার রয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দুটি ম্যাচ। দুপুর দেড়টায় খুলনার প্রতিপক্ষ রাজশাহী, সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। নিশ্চিতভাবেই গুরুর আগমনে মাঠে চাঙ্গা থাকবেন ক্রিকেটাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img