সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে সব দেশের খেলোয়াড়সহ সকল আম্পায়ার, নিরাপত্তাকর্মী এবং মাঠকর্মীদের থাকতে হচ্ছে কঠোর বায়ো-বাবলের বেড়াজালে। কিন্তু ইংলিশ আম্পায়ার মাইকেল গফ ভেঙেছেন বায়ো-বাবলের নিয়ম, হয়েছেন ৬ দিনের জন্য নিষিদ্ধ।
“বায়ো-বাবলের নিয়ম ভাঙার কারণে গফকে ৬ দিনের আইসোলেশনে থাকতে হবে”- গফকে নিষিদ্ধ করা প্রসঙ্গে আইসিসির এক কর্মকর্তা
উল্লেখ্য,আইসিসির অনুমতি না নিয়ে হোটেল কক্ষ ছেড়ে বাইরে যান গফ। ফলে ২৮ অক্টোবর থেকে নিষেধাজ্ঞায় আছেন তিনি। ৩১ অক্টোবরের ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে তাঁর আম্পায়ারিং করার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে মাঠে থাকতে পারেননি এই ইংলিশম্যান।
করোনা টেস্টে নিগেটিভ এলে মাঠে ফিরতে পারবেন গফ। ৪ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে তিনি আবারও ফিরতে পারেন মাঠে। এছাড়াও, আবুধাবিতে ৬ নভেম্বর অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে এবং পরেরদিন নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের দায়িত্বে কারা থাকবেন তা এখনো জানায়নি আইসিসি।