চলতি মাস শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে লিওনেল মেসির। আর মাত্র সাতদিন, তারপরই ফ্রি-এজেন্ট হয়ে যাবেন লিওনেল মেসি। এর আগেই বৃহস্পতিবার নিজের ৩৪তম জন্মদিনে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন এই আর্জেন্টাইন, এটাই গণমাধ্যমের গরম খবর।
কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে সাতদিন পর। বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তির খবর শুধুই সময়ের ব্যাপার। বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মেসি। এখনো চুড়ান্ত কোনো ঘোষনা আসেনি কোনোপক্ষ থেকেই। তবে গ্ণমাধ্যমের ধারনা বৃহস্পতিবার এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিতে চান বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কেননা এই দিন মেসির ৩৪তম জন্মদিন।
Barcelona consider Leo Messi’s new contract until June 2023 “just a matter of time”. Last clauses to be approved then it will be done and completed. Updates soon. ????
Announcement not scheduled yet – but Barça feeling is ‘Leo extending and staying’. #Messi #FCB https://t.co/Tk8wlHJ9hA
— Fabrizio Romano (@FabrizioRomano) June 22, 2021
আগামী ৩০ জুন আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হবে। গত আগস্টেই মেসি ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে সেবার রিলিজ ক্লজ জটিলতায় বার্সা ছাড়া হয়নি মেসির।