৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

জন্মদিনে ক্রিকেট ঈশ্বরকে স্পর্শ করলেন কোহলি

- Advertisement -

জন্মদিন যেকোনো মানুষের জীবনেই স্পেশাল, আর এমন এক দিনে যদি ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে করা ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানো যায়। এর চেয়ে স্পেশাল জন্মদিন আর কিভাবে হতে পারে? হ্যা এমন অবিশ্বাস্য কাজটি করেছেন বিরাট কোহলি। ৩৫তম জন্মদিনে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯ নন্বর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তাতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ৩২৬ রান সংগ্রহ করেছে ভারত।

ইনিংসের শুরুতেই সাউথ আফ্রিকার বোলারদের উপর  তান্ডব চালান রোহিত শর্মা-শুবমান গিল। ৫.৫ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৬২ রান তোলেন তারা। ২৪ বলে ৬ বাউন্ডারি  ও ২ ছক্কায় ৪০ রান করা রোহিতকে ফিরিয়ে প্রোটিয়াদের প্রথম ব্রেক থ্রু এনে দেন কাগিসো রাবাদা

দারুণ ব্যাটিং করতে থাকা শুবমান গিলকে বোল্ড করেন কেশব মহারাজ। এরপরের গল্প শুধু বিরাট কোহলি-শ্রেয়াস আইয়ারের। রাবাদা-ইয়ানসেনদের কোনো সুযোগই দেননি তারা। উইকেটে আসার পর একটু দেখেশুনে খেললেও সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন কোহলি-আইয়ার। দুজনে মিলে গড়েছেন ১৩৪ রানের জুটি।

সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন আইয়ার। এর আগে খেলেছেন ৮৭ বলে ৭৭ রানের ইনিংস। তবে ভুল করেননি কোহলি। জন্মদিনে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি। সেই সাথে শচীনের ওয়ানডেতে করা সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি।

সাউথ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাব্রেইজ শামসি, মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img