১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

জন্মদিনে ব্যর্থ লিটন, ইনিংস বড় করতে পারেননি তামিম

- Advertisement -

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। সেই আত্মবিশ্বাস নিয়েই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন লিটন কুমার দাশ। নয়তো ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের উপর চড়াও হতে যাবেন কেনো? ফলাফল, ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে জন্মদিনে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়ন।

তবে লিটন ফিরলেও পাওয়ারপ্লেতে দারুণ ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। অবশ্য দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার।

ম্যাট হেনরি-লকি ফার্গুসনদের বিপক্ষে শুরু থেকেই সাবলীল ছিলেন মিরাজ। এদিন বেশ কয়েকটা কাভার ড্রাইভ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৬ রান। মিরাজ অপরাজিত আছেন ২৮ রান করে, নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img