চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে বিপিএলের দশম আসর শুরু করলো খুলনা টাইগার্স। ৪৪ বলে ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন এভিন লুইস ও এনামুল হক বিজয়। তবে দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আল আমিনের উপর চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লুইস। শহিদুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ধরা পড়েছেন বিজয়। শাই হোপও পারেননি তেমন কিছুই করতে।
দায়িত্বশীল ব্যাটিং করে খুলনাকে জয়ের পথে রাখেন আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। দুজনে খেলেছেন হিসেবি ইনিংস। তবে বেশিক্ষণ ধৈর্য্য ধরে রাখতে পারেননি আফিফ। নিহাদুজ্জামানকে অযথাই রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তার আগে করেছেন ২৮ বলে ২৬ রান। মাহমুদুল হাসানও পারেননি দলের জয় নিশ্চিত করে ফিরতে। ৪৪ বলে ৩৯ রান করে শহিদুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি।
এর আগে টসে হেরে প্রথম ব্যাটিং করে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন পেসার শহিদুল। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া ২৪ রানের ইনিংস খেলেছেন নাজিবুল্লাহ জাদরান।