ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এফসি পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দলের হয়ে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।
ম্যাচ জিতলেও বার্সেলোনা শিবিরে রয়েছে হতাশার খবর। ম্যাচের ৩৬ মিনিটে ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড দেখেন পাবলো গাভি আর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাকালীন দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যার কারণে শাখতার দোনেস্কের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না স্প্যানিশ এ মিডফিল্ডার।
পোর্তোর মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা কিন্তু জোয়াও কানসেলোর নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে লিড নেওয়া হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে ইলকায় গুন্দোয়ানের সহায়তায় ম্যাচের একমাত্র গোলটি করেন তোরেস। এদিন বেশ কয়েকটি সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি জোয়াও ফেলিক্স।

ম্যাচশেষে পোর্তোর বিপক্ষে জয়ের বিষয়ে কথা বলেছেন তোরেস। স্প্যানিশ এ ফরোয়ার্ড বলেন, “পোর্তো সত্যিই আমাদের খুব চাপ দিয়েছে কিন্তু ফুটবলে প্রতিপক্ষের ভূলে সুযোগ নিতে হয় এবং আমরা সেটাই করেছি। আমি প্রতিটি মিনিটের স্বদব্যবহার করতে নিবেদিত কারণ, বার্সা দলে এই মুহুর্তে জায়গা পাওয়াটা খুবই কঠিন”
বার্সেলোনার জয়ে দিনে কপাল পুড়েছে পিএসজির। নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে ফরাসি ক্লাবটি। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও সার্জিও রামোস চলে যাওয়ার পর কিলিয়ান এমবাপ্পেই ছিলেন পিএসজির একমাত্র ভরসা। তবে তিনিও পারেননি দলকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করতে। এডি হাওয়ের দলের কাছে পাত্তাই পায়নি এমবাপ্পেরা।