২৭ জুলাই ২০২৪, শনিবার

জয়ের পর ফিরলেন জাকিরও

- Advertisement -

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৫১১ রান। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েই জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। এমন অবিশ্বাস্য লক্ষ্য নিয়েই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে টাইগাররা।

রান তাড়ায় শুরুটা ভাল করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। লাঞ্চের আগে পর্যন্ত বেশ সাবলীল ব্যাটিং করছিলেন তারা। তবে এরপরই ঘটে ছন্দপতন, প্রবাত জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়। তার আগে ৩২ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ২৪ রান।

বেশিক্ষণ টিকতে পারেননি জাকিরও। বিশ্ব ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে টাইগার ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ১৯ রান।এ

রপর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনেই করছেন সাবলীল ব্যাটিং।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। শান্ত অপরাজিত আছেন ২০ রানে, মুমিনুলের সংগ্রহ অপরাজিত ১১ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img