১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

- Advertisement -

নিজেদের দ্বিতীয় ইনিংস শেষেই কাজটা সেরে রেখেছিলেন ব্যাটাররা। বাকিটা করতে হতো তাইজুল ইসলাম-মেহেদি হাসান মিরাজদের। সেই দায়িত্বে সফল টাইগার বোলাররা। ১১৩ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়েছে তারা। পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩ উইকেট। কিউইদের প্রয়োজন ২১৯ রান।

৩৩২ রানের লক্ষ্য তাড়ায় টপ অর্ডার থেকে কাউকে বড় ইনিংস খেলতে হতো। কিন্তু সেটা করতে পারেনি কিউই ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। শরীফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন টম ল্যাথাম। বাঁহাতি এই ওপেনার রানের খাতা খুলতেই পারেননি।

উইকেটে আসা কেইন উইলিয়ামসনকে সাথে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসন বড় রান করতে পারেননি। তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি উইলিয়ামসন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ রান। হেনরি নিকোলসও পারেননি তেমন কিছু করতে।

দারুণ বোলিং করেছেন তাইজুল ও মিরাজ

কনওয়কে থিতু হতে দেননি তাইজুল। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরে বল পা বাড়িয়ে মিড-অফের দিকে ব্লক করতে চেয়েছিলেন কনওয়ে। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে চলে যায় শাহাদাত হোসেনের হাতে! ভাঙে ৬৭ বল স্থায়ী ১৬ রানের জুটি। ৭৬ বলে তিন চারে কনওয়ে করেন ২২ রান। এরপর উইকেটে আসা টম ব্লান্ডেলও ফিরেছেন দ্রুত।

তবে লড়াই চালিয়ে যান ড্যারিল মিচেল। মিরাজ-তাইজুলদের দারুণভাবে সামাল দিচ্ছিলেন তিনি। গ্লেন ফিলিপসকে সাথে নিয়ে জুটি গড়ার দিকে মনোযোগ দেন মিচেল। ফিলিপসকে এলবিডব্লিউ করে ২১ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। এরপর কাইল জেমিসনকে এলবিডব্লিউ করে দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্থ উইকেটের দেখা পান তাইজুল।

তবে কিউইদের হয়ে একাই লড়ে গেছেন মিচেল। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মিচেল। যা কিউইদের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন তাইজুল। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান ও শরীফুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img