২২ জানুয়ারি ২০২৫, বুধবার

‘জরিমানায়’ ভরপুর অ্যাশেজের প্রথম টেস্ট

- Advertisement -

গ্যাবাতে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারার পর, এবার ইংল্যান্ডকে গুনতে হয়েছে মোটা অংকের জরিমানাও। ‘স্লো ওভার রেটের’ কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে পাঁচ-পাঁচটি মুল্যবান পয়েন্ট হারাতে হলো ইংল্যান্ডকে! অপরদিকে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডকেও আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

প্রথম ইনিংসে ধীরগতির ম্যাচ খেলার কারণে নির্ধারিত ওভারের চেয়ে পাঁচ ওভার কম বোলিং করেছিলো জো রুটের দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ‘আর্টিকেল ১৬.১১.২’ অনুযায়ী, প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট ধরে ইংল্যান্ডের মোট পয়েন্ট থেকে ৫টি পয়েন্ট কেটে নেয়া হয়। এছাড়াও, খেলোয়াড়দের আচরণবিধির ‘২.২২ ধারা’ অনুসারে, ইংলিশদের ম্যাচ ফি’র ১০০% কেটে রাখা হয়েছে।

অশ্রব্য ভাষায় গালিগালাজ করার জন্য জরিমানা হয়েছে ট্র্যাভিস হেডকেও

 

এদিকে, গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৭তম ওভারে বেন স্টোকসের বলে পরাস্ত হওয়ার পরে অজি ব্যাটার ট্র্যাভিস হেড অশ্রব্য এবং অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছিলেন। এ ঘটনার রেশ ধরে, প্রথম টেস্টের ‘ম্যাচে সেরা খেলোয়াড়’ হেডকে আইসিসির আচরণবিধির ‘আর্টিকেল ২.৩’ লঙ্ঘনের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসাথে তাঁর নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img