২০ জানুয়ারি ২০২৫, সোমবার

জর্জিনিওর ‘জোড়া পেনাল্টি’র কল্যাণে চেলসির কষ্টার্জিত জয়

- Advertisement -

বেশ কিছুদিন ধরেই চেলসিকে লাগছে ছন্দহীন, শেষ চার ম্যাচে জয় ছিলো মাত্র একটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি ম্যাচেও ঘরের মাঠে পা হড়কাতে হড়কাতে বেঁচে গেলো থমাস তুখেলের ব্লুজরা। মার্সেলো বিয়েলসার লিডসের সাথে জিতলো ৩-২ গোলে। জোড়া গোল করেছেন চেলসির ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিও দুটিই পেনাল্টি থেকে, অপর গোলটি মেসন মাউন্টের।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমে গোল দিয়ে এগিয়ে যায় লিডসই, সেই গোলটিও আসে রাফিনিয়া আলকানতারার পেনাল্টি থেকেই। চেলসির মার্কোস আলোনসো ডি বক্সে লিডসের ড্যানিয়েল জেমসকে অন্যায়ভাবে ফেলে দেওয়ার পর।

কি পরিমাণ মারদাঙ্গা ম্যাচ হয়েছে তা দুই দল মিলিয়ে তিনটি পেনাল্টি ছাড়াও আরো বোঝা যায় দুই দল মিলিয়ে ৭টি হলুদ কার্ড দেখার মধ্য দিয়েও। যদিও এর ৫টি খেয়েছে লিডস একাই। ৪২ মিনিটে মার্কোস আলোনসোর অ্যাসিস্টে মেসন মাউন্ট গোল করে সমতা বিধান করেন। ১-১ গোল নিয়ে হাফ টাইমে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারো পেনাল্টি; তবে এবার চেলসির পক্ষে। পেনাল্টির কল্যাণে গোল দেওয়া লিডসের রাফিনিয়াই রুডিগারকে ফাউল করেন। জর্জিনিওর পেনাল্টিতে ২-১ এ এগিয়ে যায় চেলসি।

৮৩ মিনিটে টাইলার রবার্টসের অ্যাসিস্টে আবারো লিডসের পক্ষে সমতা বিধান করেন জো গেলহার্ট। তবে অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে আবারো পেনাল্টি পায় চেলসি। জর্জিনিও এবারও বল জালে জড়াতে করেননি কোন ভুল।

৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে চেলসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img