১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

জাকির-মিঠুনদের দারুণ ব্যাটিংয়ে সিলেটের ১৭৭ রানের সংগ্রহ

- Advertisement -

বিপিএলের দশম আসরের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দারুণ ব্যাটিংয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন জাকির। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের জন্য প্রয়োজন ১৭৮ রান।

মিরপুরে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। তবে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি বোলাররা। নতুন বলে চট্টগ্রামের পেসারদের দারুণভাবে সামাল দিয়েছেন শান্ত-মিঠুন। শুরু থেকেই শুভাগত-আল আমিনদের উপরে চড়াও হয়ে খেলেছেন মিঠুন।

আরেক ওপেনার শান্ত, শুরুতে একটু সময় নিয়েছেন। ইনিংসের শুরুতে ওমানের পেসার বিলাল খানের বলে ভুগেছিলেন। তবে সময় যত গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার। মিঠুন-শান্ত দুজনেই বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪০ ও ৩৬ রান।

তিন নম্বরে উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জাকির। ৩১ বলে ফিফটির দেখা পেয়েছেন তিনি। সিলেটের ইনিংসের একমাত্র তিনিই পঞ্চাশের উপরে রান করেছেন। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন তিনি। ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর।

চট্টগ্রামের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img