২৭ জুলাই ২০২৪, শনিবার

জাতীয় লিগে ফিরে এলো লর্ডস আর ফয়সালাবাদ!!

- Advertisement -

প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৬ রানে অল আউট হওয়ার রেকর্ড। দুইশ বছরেরও বেশি সময় আগের লর্ডসের গল্প ফিরিয়ে আনার কারণ ভিন্ন। লর্ডস থেকে ফয়সালাবাদ, ইতিহাস বলে; প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসেবে (৮৫) সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেখানে। লর্ডস কিংবা ফয়সালাবাদ, দুটোই মনে করিয়ে দিয়েছে বিকেএসপির তিন নম্বর মাঠ। জাতীয় ক্রিকেট লিগের বাইশতম আসরের দ্বিতীয় রাউন্ডে বরিশাল আর রাজশাহীর ম্যাচ শেষ হয়েছে দেড় দিনের আগেই, বলের হিসেবে ৬১৪ বল।

প্রথমে ব্যাট করে ৮২ রানে অল আউট হয়েছিল বরিশাল। জবাবে রাজশাহীও খুব একটা সুবিধা করতে পারেনি, ৮৬ রানে ৮ উইকেট হারানোর পর তাইজুল ইসলামের ৩৭ রানের ইনিংসে ১৫১ রানে প্রথম ইনিংসে অল আউট হয় রাজশাহী, জুনায়েদ সিদ্দিক খেলেন সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে বরিশালের অবস্থা আরও নাজেহাল। ৫৩ রানে বরিশাল হারিয়েছিল ৩ উইকেট, ৭ রানের ব্যবধানে হারিয়েছে আরও ৭ উইকেট; ৬০ রানে অল আউট বরিশাল বিভাগ। রাজশাহী জিতেছে ইনিংস এবং ৯ রানের ব্যবধানে।

ব্যাটিংয়ে অবদান রেখেছেন তবে তার মূল কাজ বোলিং, দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৮ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ তাইজুল ইসলাম।

বলের হিসেবে সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের, ৮ দশকেরও বেশি সময় আগের সেই ম্যাচে গড়িয়েছিল ২৭৬ বল। কোনো নির্দিষ্ট ইনিংসে সবচেয়ে কম বলে অল আউট হওয়া দল সাউথ আফ্রিকা, ১৯২৪ সালে ১২.৩ ওভার বা ৭৫ বলেই শেষ হয়েছিল সাউথ আফ্রিকার ইনিংস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img