জাতীয় ক্রিকেট লিগে সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে সিলেট বিভাগের বিপক্ষে জয় থেকে ১৮ রান দূরে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ২৩ রানে ছয় উইকেট নেয়া নাজমুল হাসান অপু দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন চারটি উইকেট। প্রথম ইনিংসে ৬৭ রানেই অলআউট হয়ে যাওয়া সিলেট দ্বিতীয় ইনিংসে ইমতিয়াজ হোসেন-অমিত হাসানের ব্যাটে ঘুড়ে দাড়ানোর চেষ্টা করলেও, অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে তুলতে পেরেছে মোটেই ১৭৪। অমিত হাসানের ৭৬ রানের পাশাপাশি ইমতিয়াজের ব্যাট থেকে এসেছে ৪৩। ৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয় থেকে ১৮ রান দূরে থেকেই দিন শেষ করেছে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর: সিলেট বিভাগ প্রথম ইনিংস: ৬৭/১০ (রাহাতুল ফেরদৌস-১৮, নাজমুল অপু- ৬/২৩); ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ১৭৬/১০ (শুভাগত হোম-৫০, এনামুল জুনিয়র- ৪/৬৬); সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংস: ১৭৪/১০ (অমিত হাসান-৭৬, নাজমুল অপু- ৪/৪১); ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংস: ৪৮/৩ (রনি তালুকদার-২০, এবাদত হোসেন- ১/৮)
চট্টগ্রামে প্রথম দিন শেষে ৭০ রানে অপরাজিত থাকা চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান ইয়াসির আলি তুলে নিয়েছেন শতক। ১২৯ রানে থেমেছে ইয়াসিরের ইনিংস। ইরফান শুক্করের ব্যাট থেকে এসেছে ৬৩, অধিনায়ক মমিনুল হকের সংগ্রহ ৫০। ৯৯ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন সানজামুল ইসলাম। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহীর ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি আজও; ১৭০ রানে পিছিয়ে থেকে শুরু করে ৬৬ রানেই হারিয়েছে ৩ উইকেট। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। জহরুল হক অপরাজিত আছেন ২০ রানে।
সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী বিভাগ প্রথম ইনিংস- ১৬৬/১০ (তৌহিদ হুদয়-৬৮, নাইম হাসান- ৪/৪২); চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ৩৪৯/১০ ( ইয়াসির আলি-১২৯, সানজামুল ইসলাম- ৫/৯৯); রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংস: ৬৬/৩ (জহরুল হক-২০*, মেহেদি হাসান রান- ২/১৬)
খুলনার বিপক্ষে ৮ উইকেটে ২২৬ রানে দিন শেষ করা রংপুর প্রথম ইনিংসে সংগ্রহ করতে পেরেছে ২৫৭ রান। শেষমুহুর্তে ২৮ রান করেছেন পেসার রবিউল হক। ৯০ রানে ৬টি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে খুলনা। এনামুল হক বিজয়ের অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ১৭১। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে এসেছে ৩৩, ১৭ রানে অপরাজিত মিরাজ। ৫১ রানে ৩ উইকেট সোহরাওয়ার্দি শুভর।
সংক্ষিপ্ত স্কোর: রংপুর বিভাগ প্রথম ইনিংস: ২৫৭/১০ (জাহিদ জাভেদ-৪০, মেহেদি মিরাজ- ৬/৯০); খুলনা বিভাগ প্রথম ইনংস: ১৭১/৪ (এনামুল হক বিজয়- ৭২*, সোহরাওয়ার্দি শুভ- ৩/৫১)
ঢাকা মেট্রো এবং বরিশালের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। ঢাকা মেট্রোকে ২৩৯ রানে অলআউট করে দিয়ে ১ উইকেটে ৬ রানে প্রথম দিন শেষ করেছিল বরিশাল।