২৭ জুলাই ২০২৪, শনিবার

জাতীয় লিগের প্রথম দিন: তাসের ঘর সিলেটের ব্যাটিং

- Advertisement -

শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৩ তম আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় পরিসরের এই টুর্নামেন্টের প্রথম দিন ঢাকা বিভাগের নাজমুল ইসলাম অপুর স্পিন বিষে নীল হয়েছে সিলেট বিভাগ। ঘরের মাঠে ৬৭ রানে গুটিয়ে গেছে সিলেট; নাজমুল অপু নিয়েছেন ২৩ রানে ৬ উইকেট।

টসে জিতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় সিলেট। প্রথম বলেই ইমতিয়াজ হোসেনের উইকেট তুলে নেন পেসার সুমন খান। প্রথম ৬ ওভারের পরই পেসারদের বোলিং আক্রমণ থেকে তুলে নেন ঢাকা অধিনায়ক সাইফ হাসান। এরপর শুরু হয় নাজমুল অপু ও শুভাগত হোম চৌধুরীর মিলিত স্পিন আক্রমণ। মাত্র ১৬ ওভারেই বাকি ৯টি উইকেট হারিয়ে বসে সিলেট, তুলতে পারে মাত্র ৪৫ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ রান রাহাতুল ফেরদৌসের ১৮; ১০ রানের কোঠা পেরিয়েছেন মাত্র চারজন ব্যাটসম্যান। নাজমুল অপুর পাশাপাশি শুভাগত হোম নিয়েছেন ১৮ রানে ৩ উইকেট।

২য় ইনিংসে খুব ভালো শুরু অবশ্য ঢাকা বিভাগেরও হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ রানে ৩ উইকেট হারিয়েছে ঢাকা। ইবাদাত হোসেন নিয়েছেন ২ উইকেট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img