বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম মোহাম্মদ নবী । সম্প্রতি, শারজাহতে ক্রিকেটার্স বেনেফিট ফান্ড সিরিজে (সিবিএফএস) বুখাতির একাদশের হয়ে একসাথে মাঠ মাতিয়েছেন তিনি এবং তাঁরই ছেলে হাসান খান। ১৬ বছর বয়সী এই ব্যাটার পাঁচ ম্যাচে ১৪৮ স্ট্রাইক রেটে ১৪৮ রান করেছেন। নবী ইতোমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন যে, তিনি এবং তাঁর ছেলে একদিন একই সাথে জাতীয় দলের হয়ে খেলবেন।
“আমার আশা, একদিন আমি আর আমার ছেলে জাতীয় দলে একসাথে খেলব। আমি আরও কয়েক বছর আফগানিস্তান এবং বিভিন্ন লিগে খেলতে চাই”-বলছিলেন নবি
ছোটবেলায় পাকিস্তানের শরণার্থী শিবিরে পিতার ইচ্ছার বিরুদ্ধে ক্রিকেট খেলা শিখেছিলেন মোহাম্মদ নবী। তবে, নিজের ছেলেকে ক্রিকেট খেলানোর ব্যাপারে সর্বপ্রকার সুবিধা দিতে বদ্ধপরিকর তিনি, “আমাদের পরিবার আমাদের ক্রিকেট খেলা পছন্দ করে না। কিন্তু আমি ওকে ক্রিকেট খেলার ব্যাপারে সবধরণের সুবিধা দিতে চাই, কারণ ওর প্রতিভা আছে। ও আমার জুতো, গ্লাভস, প্যাড, ব্যাট, হেলমেট ব্যবহার করে।”
“আমার ছেলেবেলায় আমার নিজের বলতে কিছুই ছিল না। কিন্তু হাসানের সব আছে। আমি ওকে বলেছি আমি যখন ক্রিকেট খেলতে একাডেমিতে যেতাম তখন এতো সুযোগ-সুবিধা ছিল না, যেটা ও এখন পাচ্ছে”-তিনি আরও যোগ করেন
তবে শুধুমাত্র ক্রিকেট নয়, একজন আদর্শ পিতা হিসেবে নবীর চাওয়া পড়াশুনাতেও মনোযোগী হোক হাসান, “সে ভালো ছাত্র। আমি তাকে বলেছি আগে পড়াশুনা তারপরে ক্রিকেট।”