বিকেএসপির ৩ নম্বর মাঠে খুলনাকে ১৭৯ রানে হারিয়ে ২৩তম জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। আট মৌসুম পর জাতীয় লিগের শিরোপা জিতল ঢাকা। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ রাউন্ডে মাঠে নেমেছিল রংপুর। কিন্তু সিলেটের বিপক্ষে ড্র হওয়ায় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নাসির হোসেনদের। ঢাকার হয়ে ম্যাচসেরা হয়েছেন শুভাগত হোম চৌধুরী।
প্রথম ইনিংসে ৪৮ রানে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে শুভাগত নিয়েছেন ৩টি উইকেট। সেইসাথে ব্যাট হাতে করেছেন ২১ এবং ৩৩। শুভাগত হোমের অলরাউন্ড পারফরম্যান্সে আড়ালে চলে গেছে প্রথম ইনিংসে মাহিদুল ইসলাম অঙ্কনের ৯২; দ্বিতীয় ইনিংসে রনি তালুকদারের ৮৭ এবং আব্দুল মাজিদের ৬১ রানের ইনিংস। এমনকি তাইবুর রহমানের ৪০ রান ৫ উইকেটও!
খুলনা দলে ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনরা থাকলেও সৌম্যর ৬৫ রানের ইনিংসটা ছাড়া রানের দেখা পাননি কেউই। বল হাতে অবশ্য আলো ছড়িয়েছেন মিঠুন-সৌম্য। প্রথম ইনিংসে সৌম্য নিয়েছিলেন ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে মিঠুনের সংগ্রহ ৭টি!
অপরদিকে রংপুর বিভাগ প্রথম ইনিংসে ৫৪০ রান করলেও, সিলেট স্কোরবোর্ডে তোলে ৫৪০ রান! আর তাতেই ম্যাচ অনেকটা ড্র নিশ্চিত হয়ে গেছে। রংপুরের জয়ের কোনো সুযোগ নেই জেনেই খুলনার বিপক্ষে জয়ের সাথে সাথেই আনন্দে মেতে উঠেন ঢাকার খেলোয়াড়েরা।