ছেলেদের ক্রিকেট ঘরে ফিরেছে আগেই, মেয়েদের বেলায় হচ্ছিল দেরী। অবশেষে হতে যাচ্ছে নারী ক্রিকেটারদের অপেক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে শুরু হচ্ছে মাসব্যাপী ট্রেনিং। জানুয়ারীর ৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে অংশ নেবেন ২৯ নারী ক্রিকেটার।
ক্যাম্পের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেল ডিকেন্সকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
পুরো সময়টাতে নিজেদের মধ্যে ভাগ হয়ে পাঁচটি সীমিত ওভারের ম্যাচ খেলবে ক্যাম্পে থাকা নারী দলের ক্রিকেটাররা।