২৭ জুলাই ২০২৪, শনিবার

জাভিকে ছুঁয়ে মেসির দুই, দুইয়ে উঠলো বার্সেলোনা

- Advertisement -

হুয়েস্কার বিপক্ষে ম্যাচের শুরু আর শেষ, লিওনেল মেসির জোড়া গোল, মাঝে গ্রিজমান এবং রাইট ব্যাক মিনগুয়েজার একটা করে; ৪-১ গোলে জিতে লা লিগা পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৯ পাওয়া বার্সার ঠিক পেছনেই রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুই পয়েন্ট কম রিয়ালের, টেবিলের শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৬৩।

বার্সেলোনার জার্সিতে সবচেয়ে বেশি ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডটা নিজের জার্সির সাথেই বাক্সবন্দী করে রেখেছিলেন জাভি হার্নান্দেজ। সেই রেকর্ডটায় ভাগ বসলো, বসালেন লিওনেল মেসি। ফুটবল বা বার্সা কিংবা মেসির পার ভক্তরা এতোক্ষণেতো জেনেই গেছেন, কাতালনদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৭৬৭) খেলার রেকর্ডটা এখন লিওনেল মেসির, যৌথভাবে। দারুণ এই উপলক্ষ্য উদযাপনেও বাড়তি মাত্রা যোগ করেছেন লিও, হুয়েস্কার বিপক্ষে করেছেন জোড়া গোল।

ম্যাচ শুরুর মিনিট পনেরোর মধ্যে দলকে এগিয়ে দেন মেসি। ডিবক্সের বাম দিকে, ছোট “ডি” এর পাশ থেকে বাঁ-পায়ের লফটেড শট খুঁজে নেয় গোলপোস্টের টপ কর্নার। বাইশ মিনিটের ব্যবধানে প্রায় একইরকম গোল করে বার্সার লিড ডাবল করেন আঁতোয়া গ্রিজমান। পার্থক্য কেবল মেসির চাইতে ৪/৫ গজ দূর থেকে গোল করেন গ্রিজমান।

প্রথমার্ধের শেষ দিকে রেফরির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় হুয়েস্কা, গোল করেন রাফা মির। যদিও তাতে বার্সেলোনার খেলা বা ম্যাচের ফলাফলে প্রভাব পরেনি। তেপ্পান্ন মিনিটে লেফট উইং থেকে মেসির ক্রসে ডিবক্সের ভেতরেই হেড করার জায়গা বানিয়ে নেন স্প্যানিশ রাইটব্যাক অস্কার মিনগুয়েজা। ওই হেডেই বার্সা জার্সিতে তার প্রথম গোল, ম্যাচে কাতালাদের তৃতীয়; স্কোরলাইন ৩-১।

শেষ গোল শেষ বাঁশি বাজার একটু আগে। মেসি আর বার্সার প্রথম গোল ছিলো ডি-বক্সের সামান্য বাইরে, বাঁদিক থেকে; শেষ গোল ডান দিকে থেকে। এবারও ওই বাঁ-পায়ের বাকানো শটেই!! প্রথম গোলে বল গিয়েছিলো টপ কর্নারে, শেষ গোল বটম কর্নার। টপ কিংবা বটম, মেসির জোড়া গোল দুটো ছিলো দেখার মতো, টিপিক্যাল লিওনেল মেসি স্টাইলে। রেকর্ড ছোঁয়া রাতে এমন মেসিকেই হয়তো দেখতে চেয়েছিলেন ভক্তরা!!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img