২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

জাভির নেতৃত্বে সেরা ফুটবল খেলছে বার্সেলোনা

- Advertisement -

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেই কালিমা মুছতেই হয়তো এবারের শুরুটা আক্রমণাত্মক ফুটবল দিয়েই করেছে কাতালান ক্লাবটি। মঙ্গলবার অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। জাভির মতে তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই নিজেদের সেরা ফুটবল খেলছে বার্সেলোনা।

ম্যাচ শেষে জাভি বলেন, “সবাই যেভাবে খেলেছে তাতে অনেক খুশি। প্রথমার্ধে ভালোভাবে আক্রমণ করতে পারিনি। তবে ম্যাচের ২০ মিনিট থেকেই খেলা নিয়ন্ত্রণে চলে আসে। পুরোটা সময় বল আমাদের দখলে ছিল। দলে যখন ইকাই গুন্দোয়ান-জোয়াও ক্যানসেলোর মতো খেলোয়াড় থাকে তখন দলের শক্তি আরও বেড়ে যায়, কারণ তারা জানে কোনটা বেশি দরকার। আমি মনে করি শেষ দুটি ম্যাচ ছিল আমার দায়িত্বে থাকা দলের সেরা খেলা”

মঙ্গলবার বার্সার হয়ে জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স। একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি এবং গাভি। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী। চারদিনের মধ্যে ৫-০ গোলের ব্যবধানে এটি ছিল বার্সার দ্বিতীয় জয়। এর আগে শনিবার রিয়াল বেতিসকেও সমান ব্যবধানে হারিয়েছিল ফেলিক্স-লেভানডফস্কিরা। সেই ম্যাচেও দুর্দান্ত খেলেছিলেন ফেলিক্স।

আতলেতিকো মাদ্রিদ থেকে সম্প্রতি বার্সেলোনায় আসা ফেলিক্স সম্পর্কে জাভি বলেন, “তার অনেক ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট কোথায় কিভাবে কাজে লাগাতে হয় সেটা বোঝার যথেষ্ট ধৈর্যও আছে”

২০২১ সালের নভেম্বরে বার্সার কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হন জাভি। তার নেতৃত্বেই গত মৌসুমে লা লিগা শিরোপা জেতে বার্সা।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img