১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

জামাল-তারিকদের সামনে এবার লেবানন পরীক্ষা

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ৫:৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ডের বাছাই পর্ব শুরু করেছে জামাল ভূঁইয়ার দল। সাকারুজদের সাথে পাত্তা না পাওয়া রাকিব হোসেন-শেখ মোরসালিনরা লেবাননের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছেন। সবশেষ সাফের তাদের সাথে লড়াই করে হেরেছিল বাংলাদেশ। তাই ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছে ফুটবলাররা।

তবে লেবাননের বিপক্ষে জামালদের জেতা সহজ হবে না। তারা ট্যাকটিক্যালি বেশ ভালো দল। শক্তি আর গতিতে তাদের সঙ্গে টক্কর দেওয়া কঠিনই বাংলাদেশের জন্য। লেবাননের ফরোয়ার্ডরা দ্রুতগতির, উইং দিয়ে আক্রমণ করেন বেশি। তাঁদের রুখতে ব্লক তৈরি করবে বাংলাদেশ। তবে সেটা লো ব্লক নয়, মিডিয়াম লো ব্লক, যাতে বাংলাদেশ দ্রুত প্রতি–আক্রমণও করতে পারে।

অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে বাংলাদেশ

লেবানন ভালো দল হলেও তাদের হারানো যাবে না এমন নয়। ২০১১ সালে জাহিদ হাসান এমিলিরা ২-০ গোলে তাদের হারিয়ে প্রমাণ করেছেন। লেবাননের বিপক্ষে জিততে হলে খেলতে হবে রাকিব-ফাহিমদের জীবনের সেরা ম্যাচ। এর আগে দুই দলের তিনবারের দেখায় দুইবার জিতেছে লেবানন। বাংলাদেশের জয়ের কথা তো বলাই হলো।

জামালদের সামনে সুযোগ আছে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার। লেবানন তাদের সবশেষ ম্যাচে ফিলিস্তিনের সাথে ড্র করে ১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। বাংলাদেশ মঙ্গলবার ঘরের মাঠে জিততে পারলে পয়েন্ট হবে ৩, সেক্ষেত্রে দুইয়ে উঠে আসবে হাভিয়ের কাবরেরার দল।

দেখা যাক, তারিক কাজীরা লেবাননকে হারিয়ে ১২ বছর আগের সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারে কিনা। নাকি আরও একটি হারের হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। তা দেখার জন্য মঙ্গলবার ৫:৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে সমর্থকদের।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img