আন্তুম নাকভি, নামটা খুব একটা চেনার কথা না অনেকেরই। খোদ জিম্বাবুয়ের এই ক্রিকেটারকে সেদেশের মানুষজন যে খুব একটা চিনতো না তা হলফ করে বলাই যায়। তবে ‘দুর্দান্ত’ এক রেকর্ড করে আলোচনায় চলে এসেছেন তিনি। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন নাকভি।
নাকভির জন্ম বেলজিয়ামে। পড়াশুনা করেছেন অস্ট্রেলিয়ায়, আর ক্রিকেট খেলেন জিম্বাবুয়ের হয়ে। এছাড়াও নাকভির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন বানিজ্যিক পাইলট। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে যেকোনো ধরণের স্বীকৃত ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন নাকভি।
কাল হারারেতে লোগান কাপে মাটাবেলেল্যান্ড টাস্কার্সের বিপক্ষে মিড ওয়েস্ট রাইনোজের হয়ে নাকভি যখন ব্যাটিং করতে নামেন তখন তার রান ২৫০। একটু পরেই সেফাস ঝুয়াওয়ের ২৬৫ রানের রেকর্ড ভেঙে নিজের করে নেন তিনি। ২০১৭-১৮ সালে ২৬৫ রানের ইনিংসটি খেলেছিলেন সেফাস।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ২৭৯ রানের। ১৯৬৭-৬৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কুরি কাপে অপরাজিত ইনিংসটি খেলেছেন রে গ্রিপার। প্রতিনিধিত্বমূলক ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ ইনিংসের কীর্তি ব্রায়ান ডেভিসনের ছিল ২৯৯। লোগান কাপে যখন তিনি ইনিংসটি খেলেছিলেন (১৯৭৩-৭৪) সালে তখন এই টুর্নামেন্টের প্রথম শ্রেণির মর্যাদা ছিল না।
জিম্বাবুয়ের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি ভাঙতে পারেননি নাকভি। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে নিউজিল্যান্ড এ দলের হয়ে ৩০৬ রানের ইনিংস খেলেছিলেন মার্ক রিচার্ডসন। ২০০০-০১ সালে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।