জিম্বাবুয়ের হারারেতে একমাত্র টেষ্টে স্বাগতিকদের সামনে পাহাড়সম রানের লক্ষ্য দাঁড়া করিয়েছে সফররত বাংলাদেশ। জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ৪৭৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬৮ রানের জবাবে স্বাগতিকদের ইনিংস থামে ২৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্তর শতকে ১ উইকেট হারিয়ে ২৮৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৭৭।
Bangladesh declare on 284/1, setting Zimbabwe a massive target of 477!
Can the hosts save the Test? ?
Live stream ? https://t.co/CPDKNxoJ9v
Live scores ? https://t.co/JC2zW5BmF5 #ZIMvBAN | ? @ZimCricketv pic.twitter.com/ULxMbj07nj— ICC (@ICC) July 10, 2021
মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১৫০, তাসকিন আহমেদ, অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাশের ফিফটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৬৮। জবাবে মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের বোলিং তোপে ২৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মেহেদি হাসান মিরাজ ৮২ রানে নেন ৫ উইকেট, সমান রান খরচায় ৪ উইকেট সাকিবের।
প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম উইকেট পড়ে ৮৮ রানে। জিম্বাবুয়ের সাফল্য বলতে ঐ একটাই। পরের গল্পটা শুধুই বাংলাদেশের । ৪৩ রান করা সাইফ হাসান ফিরে গেলেও অবিচল ছিলেন সাদমান ইসলাম। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি। নিজের প্রথম শতক তুলে নেন সাদমান, অপরাজিত থাকেন ১১৫ রানে। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত, ১১৮ বলে অপরাজিত থাকেন ১১৭ রান করে। এক উইকেটে ২৮৪ রানে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক মুমিনুল হক।