সাসুয়েলো থেকে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে গেলেন ইতালিয়ান মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলি, জুভেন্তাসের সাথে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি হয়েছে এই মিডফিল্ডারের। লোকাতেলিকে নিতে জুভেন্তাসের খরচ হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো।
Manuel Locatelli to Juventus, done deal confirmed and here-we-go! Total agreement completed with Sassuolo for €35m plus add ons. Contract until June 2026. ⚪️⚫️?? #Juventus
Official announcement in the next few days. Done deal. pic.twitter.com/ge7nUgXGOc
— Fabrizio Romano (@FabrizioRomano) August 17, 2021
এ বছরের ইউরোতে ভালো পারফর্ম করেই সবার নজর কেড়েছিলেন লোকাতেলি, মৌসুমের শুরু থেকেই জুভেন্তাসে যাওয়ার গুঞ্জন উঠলেও অবশেষে ট্রান্সফার সম্পন্ন হলো ১৭ আগস্ট। অবশ্য লোকাতেলিকে নিতে জুভেন্তাসের সাথে দৌড়ে ছিল আর্সেনালও কিন্তু এই মিডফিল্ডার চাননি ইতালি ছাড়তে। আর চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছার কারনেই মূলত জুভেন্তাসে গেছেন তিনি।
জুভেন্তাসে রোনালদোর পাশে খেলার রোমাঞ্চ তাকে ছুঁয়ে গেলেও, লোকাতেলি জুভেন্তাসে কতোটুকু খেলার সুযোগ পাবেন সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। আদ্রিয়ান রাবিও, আর্থারদের সাথে লড়াই করেই একাদশে নিজের জায়গাটা করে নিতে হবে লোকাতেলির।