বিশ্বকাপে আরও একটি ম্যাচ, আরও একদিন সাউথ আফ্রিকার খেলোয়াড়দের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী। নিউজিল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেনের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৫৭ রানের সংগ্রহ পেয়েছে সাউথ আফ্রিকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে কিউই বোলারদের দেখেশুনে খেলেছেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১৫ রান তোলেন তারা। এরপর সময় যত গড়িয়েছে নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন।
শুরুটা দারুণ করলেও ইনিংস বড় করতে পারেননি টেম্বা বাভুমা। ২৮ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৪ রান করা প্রোটিয়া অধিনায়কে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট। এরপর কিউই বোলারদের উপর চড়াও হয়েছেন ডি কক। ৬২ বলে ফিফটি পূরণ করা এ ওপেনার ১০৩ বলে শতকের দেখা পান। শেষ পর্যন্ত ১১৬ বলে ১১৪ রান করে থামেন তিনি। এটি এই বিশ্বকাপে ডি ককের চতুর্থ সেঞ্চুরি।
উইকেটে আসার পর থেকে দারুণ ব্যাটিং করেছেন রাসি ভ্যান ডার ডুসেন। টিম সাউদি-ম্যাট হেনরিদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। ৬১ বলে ফিফটি করা ডুসেন ১০১ বলে শতক পূর্ণ করেন। আউট হওয়ার আগে করেছেন ১১৮ বলে করেছেন ১৩৩ রান। এছাড়াও ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন ডেভিড মিলার।
নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন টিম সাউদি। জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট পেয়েছেন ১টি করে উইকেট।