৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

জোতা ও সালাহর গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ে শুরু

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নবাগত ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে একটি করে গোল করেছেন দিয়োগো জোতা ও মোহামেদ সালাহ। নতুন কোচ আর্নে স্লটের অধীনে জয় দিয়ে মৌসুমের শুরুটা করল ভার্জিল ফন ডাইকরা।

ইপ্সউইচের মাঠ পোর্টম্যান রোডে শুরু থেকেই বল দখলে রেখে খেলেছে লিভারপুল। আগেই জানা গিয়েছিল, স্লট সবসময় তার দলকে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার স্টাইলে খেলাতে পছন্দ করেন। ইপ্সউইচের বিপক্ষেও দলকে সেভাবেই খেলানোর চেষ্টা করেছেন তিনি। এদিন পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রাখেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা।

প্রথামার্ধে বেশকিছু সুযোগ সৃষ্টি করলেও গোল করতে পারেনি লিভারপুল। উল্টো নিজেদের ঘরের মাঠে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে ইপ্সউইচ। প্রথামার্ধে গোলশূন্য অবস্থায় থেকে বিরতিতে যায় দুই দল।

একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন মোহামেদ সালাহ

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে জোতা-সালাহরা। বাজে ফিনিশিংয়ের কারণে কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিল না অলরেডরা। তবে ৬০ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন জোতা। সালাহর অ্যাসিস্টে বল জালে জড়ান জোতা।

এরপর নিজেও গোল করেছেন মিশরীয় ফরোয়ার্ড। জোতার গোলের ৫ মিনিট পর সিজনে নিজের প্রথম গোলটি করেন সালাহ। বাকি সময় ব্যবধান বাড়ানোর চেস্টা করেছেন লিভারপুলের খেলোয়াড়রা। কিন্তু ইপ্সউইচের ডিফেন্স লাইন আর ভাঙতে পারেননি সালাহরা। উল্টো বেশ কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিকরা। তবে গোল করতে পারেননি তারা। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হার নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের।

দিনের আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img